News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৩, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ০৬:১৭, ২২ জানুয়ারি ২০২০

সোনাইমুড়ির ঐতিহ্যবাহী গদাধর কুণ্ড দিঘিতে অষ্টমীস্নান

সোনাইমুড়ির ঐতিহ্যবাহী গদাধর কুণ্ড দিঘিতে অষ্টমীস্নান

নোয়াখালী: যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় হিন্দু পূণ্যার্থীরা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পৌনে দুশত বছরের পুরনো শ্রী শ্রী গদাধর কুণ্ড দিঘিতে অষ্টমীস্নান উৎসব পালন করছে ।

প্রতি বছরের ন্যায় শুক্রবার ভোর থেকে  হাজার হাজার নারী-পুরুষ  পাপ মোচন করে পূণ্য লাভের আশায়  শ্রী শ্রী গদাধর কুণ্ড দিঘিতে স্নান করছে। দিঘির চারপাশে চারটি সিঁড়িতে ঠাকুর মন্ত্র পড়ার পর নারী-পুরুষ একসাথে  স্নান করছে। এক পাশে আগতরা অন্নপূর্ণা পূজা করছে।  লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার মানুষ ভোর থেকে ভবিষ্যৎ সুখ শান্তির আশায় ভিড় করে স্নান দিঘিতে।

এবার রাজনৈতিক অস্থিরতা থাকায় ত্রিপুরাসহ অন্যান্য স্থান থেকে ভক্তরা আসতে পারেনি। স্নান ছাড়াও  মনোবাঞ্ছা লাভের আশায় দিঘির চার পাশে থাকা তিনটি মন্দিরে পূজা দেয় ভক্তরা। এদিকে প্রতি বছরের ন্যায় স্নান উৎসবকে কেন্দ্র করে দিঘির পাশে বিভিন্ন পসরা নিয়ে বসেছে দোকানীরা।

জানা যায়, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সকালে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ড. রহিমা খাতুন স্নান উৎসবস্থল পরিদর্শন করেছেন।

তিনি ভবিষ্যতে এ তর্থীস্থানটির বিভিন্ন সমস্যা সমাধান ও  উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আগত সকল ভক্তের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়