বাংলাদেশ প্রশ্নে সব রাজনৈতিক দল একমত: আখতার
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক ও অভিন্ন। তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিবিদদের সফরসঙ্গী হিসেবে যুক্ত করা তারই প্রমাণ, যা বিশ্ব মঞ্চেও দেখা গেছে। রাজনৈতিক এমন সহাবস্থানই আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, নিউইয়র্ক সফরে কিছু আওয়ামী লীগ সমর্থকরা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। তবে প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসন ফিরে না আসে এবং দেশের ক্ষমতা কুক্ষিগত করে মানুষের ওপর জুলুম-নির্যাতন চালানো না যায়।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের মতের অমিল থাকতে পারে, এজেন্ডা আলাদা হতে পারে, তবে এসবের বাইরে গিয়েও বাংলাদেশ প্রশ্নে এক হওয়া এবং প্রধান উপদেষ্টার সবাইকে ধারণ করার মানসিকতা ইতিবাচক উদাহরণ।
আখতার হোসেন বলেন, ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে। এবারের জাতিসংঘ সফর তা প্রমাণ করে যে, রাজনৈতিক আলাপের বাইরে নেতারা এক হতে পারে।
আরও পড়ুন: নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন, কোনো শঙ্কা নেই: ফখরুল
প্রসঙ্গত, ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফরসঙ্গী ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর নেতারা। এতে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি নেত্রী তাসনিম জারা এবং আখতার হোসেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








