News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৫, ২ সেপ্টেম্বর ২০২৫

সাবেক দুই ছাত্র ইউনিয়ন সভাপতির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর সিপিবি

সাবেক দুই ছাত্র ইউনিয়ন সভাপতির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর সিপিবি

সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক লুনা নূর

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির নেতৃত্বে ছাত্র ইউনিয়নের সাবেক দুই সভাপতি নির্বাচিত হয়েছেন। 

নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান হাফিজুর রহমান সোহেল, যিনি সাজেদুল হক রুবেলের স্থলাভিষিক্ত হলেন। সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন লুনা নূর।

সোহেল ১৯৯৬-৯৭ সালে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং লুনা নূর ২০০৩-০৪ সালে সভাপতি ছিলেন। আগামী ১৯-২২ সেপ্টেম্বর সিপিবির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন শাখার সম্মেলন হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে সভাপতি পদে সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মঞ্জুর মঈন নির্বাচিত হয়েছেন। 

গত শুক্রবার (৩১ আগস্ট) ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক জোট সরকার প্রতিষ্ঠা কর’ স্লোগান নিয়ে সিপিবির ঢাকা মহানগর উত্তরের দুদিনব্যাপী সম্মেলন উদ্বোধন হয়েছিল। 

এরপর মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) কাউন্সিলে নতুন কমিটি নির্বাচিত হয় বলে দলটির নেতারা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘ডিপ স্টেট’-এর কৌশলে হাসিনার পতন: নেপথ্যে ‘দরবেশ’ ও দুই মন্ত্রী

নতুন কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক আরও দুই সভাপতি। তারা হলেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল ও লাকী আক্তার।

বিদায়ী সভাপতি সাজেদুল হক রুবেল নতুন কমিটিতে সদস্য হিসেবে থাকছেন। তিনি ছাড়াও থাকছেন- মোতালেব হোসেন, সাদেকুর রহমান শামীম, জামাল হায়দার মুকুল, রাশেদুল হাসান রিপন, জহিরুল ইসলাম, হামিদুল ইসলাম, জয়নাল আবেদীন, আশিকুল ইসলাম জুয়েল, আলী কাউসার মামুন, রাসেল ইসলাম সুজন, রিয়াজ উদ্দীন, রোকেয়া বেগম, শান্তনু কুমার দাস, চন্দন লাহিড়ী, খন্দকার হিরক, কল্লোল বণিক, মোস্তান শের, শ্যামল বিশ্বাস, জাহিদুল ইসলাম সজীব ও নসরূহ কামাল খান।

ঢাকা দক্ষিণের কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক আরেক সভাপতি মানবেন্দ্র দেব। ওই কমিটিতে সদস্য পদে অন্যদের মধ্যে রয়েছেন- আবু তাহের বকুল, শংকর আচার্য, মনীষা মজুমদার, হজরত আলী, জাহিদ হোসেন খান, আবদুল কুদ্দুস, জনি আরাফ খান, মুর্শিকুল ইসলাম, মোহাম্মদ গোফরান, বিকাশ সাহা, আরিফুল ইসলাম, গোলাম রাব্বী খান, ফিরোজ আলম মামুন, জাহিদ নগর, হাবিব হাসিবুর রহমান, কান্তা সরকার ও হামিদুর রহমান।

ঢাকা দক্ষিণের কমিটিতে সম্পাদকমণ্ডলীর সদস্য থাকছেন- জলি তালুকদার, জামশেদ আনোয়ার তপন, আক্তার হোসেন, হাসিনুর রহমান ও ত্রিদিব সাহা।

সিপিবির ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠনকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সমাজ পরিবর্তনের লক্ষ্যে বাম গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়