News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে দেশেই চিকিৎসা নিয়েছেন জামায়াত আমির

চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে দেশেই চিকিৎসা নিয়েছেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতিবিদরা বিদেশে চিকিৎসা নিলে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ইব্রাহিমপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশের সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই? আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির আলোকিত দিশারি: তারেক রহমান

তিনি রাজনীতিকদেরও নির্দেশ দেন, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখুন এবং বিদেশে চিকিৎসার জন্য না ছুটে দেশেই চিকিৎসা নিন। পাশাপাশি তিনি দেশের মানুষকে ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়