News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৩, ২ সেপ্টেম্বর ২০২৫

“পাশের দেশ থেকে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ”

“পাশের দেশ থেকে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ”

ফাইল ছবি

শেখ হাসিনা দেশ থেকে পালালেও পাশের দেশ থেকে তার নেতাকর্মীরা উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এবার আর ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনার শাসনামলে দেশ যেভাবে চলছে, ভবিষ্যতে আর সেভাবে চলবে না। ভবিষ্যতে আওয়ামী লীগের দ্বারা কেউ আক্রান্ত হলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত খাল পরিষ্কার অভিযান কর্মসূচির উদ্বোধনে তিনি দেশ ও রাজনীতিকে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, পাশের দেশ থেকে আওয়ামী লীগ গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই।

মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, লোক দেখানো কর্মসূচি পালন না করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি অনুসরণ করুন। জনগণের জন্য কাজ করুন। এটি হবে দলের আসল পরিচয়।

আরও পড়ুন: নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ বছর শোভাযাত্রার পরিবর্তে খাল পরিষ্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ফখরুলের মন্তব্যের প্রেক্ষাপটে, রাজধানীতে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তাপ বেড়ে গেছে। বিশেষত, ৩০ আগস্ট বিএনপির নেতা নুরুল হক নুরের উপর রাজধানীর বিজয়নগর এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকরা জানান, নুরের ব্রেনে আঘাত লেগেছে এবং তিনি এখনও তরল খাবার ছাড়া কিছু খেতে পারছেন না। নুরের চিকিৎসার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ফখরুল।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন যে, নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্রুত কাজ করবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়