News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ১ সেপ্টেম্বর ২০২৫

নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ডা. আসাদুজ্জামান জানান, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চোখের মধ্যে রক্তজমাট সম্পূর্ণ সেরে ওঠার জন্য প্রায় ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে। তিনি বলেন, বিভাগীয় প্রধানরা নুরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে, তবে খাবার খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন যা ধীরে ধীরে কমবে।

এর আগে, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের সময় আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

আরও পড়ুন: বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হলেও ফিনিক্সের মতো জেগে উঠেছে: ফখরুল

ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারসহ প্রায় সব রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়