এসএসসির ফল পুনঃনিরীক্ষণ
ফেল করা ৪ জনের জিপিএ ৫
যশোর: এসএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডের ১৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ফেল করা ৮২ শিক্ষার্থী পাস করেছে। যার মধ্যে চারজনই পেয়েছে জিপিএ ৫।
শনিবার বিকেলে বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
সূত্র মতে, ৩০ মে সারাদেশে একযোগে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়। এরপর পুনঃনিরীক্ষণের জন্য যশোর বোর্ডের ১৬ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী আবেদন করে। শনিবার পুনঃনিরীক্ষণের পর ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।
এর মধ্যে ১৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর আগে ফেল থাকা ৮২ শিক্ষার্থী পাস করেছে। আর ফেল করা চার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ চারজনসহ আগে রেজাল্ট খারাপ করা ১৬ শিক্ষার্থী জিপিএ-৫ এর তালিকায় নাম লিখিয়েছে।
মাধব চন্দ্র রুদ্র বলেন, “ফেল করা ১০২৩৩২ রোল নম্বরধারী কম্পিউটারে ফেল করেছিল। পুনঃনিরীক্ষণের পর সে পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে। অনুরূপ ১০৬৩৪০ রোল নম্বরধারী শারীরিক শিক্ষায় ফেল করেছিল। সে পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে।”
তিনি আরও বলেন, “১২২১২৫ ও ১১৪৪৪৯ রোল নম্বরধারী জীববিজ্ঞানে ফেল করে। কিন্তু তারা পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








