News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ১২ নভেম্বর ২০২৫

১৩ নভেম্বর সারাদেশে খোলা থাকবে দোকান-বাণিজ্য বিতান: মালিক সমিতি

১৩ নভেম্বর সারাদেশে খোলা থাকবে দোকান-বাণিজ্য বিতান: মালিক সমিতি

ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওইদিন সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এর পর থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস ও গাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটছে বলে জানা গেছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, দুর্বৃত্তরা হেলমেট ও মাস্ক পরে হামলা চালাচ্ছে।

তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। রাজধানীতে সাম্প্রতিক নাশকতার সঙ্গে জড়িত ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই বাইরে থেকে এসেছে।”

রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, “অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, সন্দেহ হলে পুলিশকে জানান। অরক্ষিত বা কম যাত্রীবাহী বাসে বেশি আগুন দেওয়া হচ্ছে। তাই সতর্ক থাকুন এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করুন।”

একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তিনি বলেন, “লকডাউন ঘিরে কোনো ধরনের সন্ত্রাস বা নাশকতা সহ্য করা হবে না। কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: চীন থেকে অস্ত্র কিনলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও রাজধানীতে মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সাঁড়াশি অভিযান, গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটা জুলাই- চিরকালের জন্য।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়