News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ১২ নভেম্বর ২০২৫

পুরান ঢাকায় মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচজন গ্রেফতার

পুরান ঢাকায় মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যা মামলায় দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিবি এ তথ্য জানিয়েছে।

ডিবি জানায়, মামুন হত্যায় ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় বিস্তারিত জানাতে আজ বুধবার এক সংবাদ ব্রিফিং করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেখানে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

প্রসঙ্গত, গত সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত হন মামুন। আদালতে হাজিরা শেষে তিনি হাসপাতালের সামনে আসলে দুই অস্ত্রধারী মুখোশধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

আরও পড়ুন: সহিংসতার আশঙ্কায় সব বিমানবন্দরে বেবিচকের বিশেষ সতর্কতা

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলির পর মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা পেছন থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়