অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি

ফাইল ছবি
অক্টোবরে আসছে সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য টানা ছুটির সুযোগ। প্রতি সপ্তাহে শুক্র-শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় তার সঙ্গে বৃহস্পতিবার বা রবিবার ছুটি মিললেই একটানা তিন দিনের ছুটি উপভোগের সুযোগ হয়। এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে ঠিক এমন সুযোগ আসছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর (বৃহস্পতিবার) শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে সরকারি চাকরিজীবীরা তিন দিন একটানা ছুটি কাটাতে পারবেন।
এছাড়া চলতি মাসে (অক্টোবর) আরেক দফা টানা তিন দিনের ছুটি রয়েছে। ১৩ অক্টোবর (রবিবার) বিজয়া দশমীর ছুটি নির্ধারিত আছে। এর আগের দুই দিন ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি অফিসগুলোতে টানা তিন দিনের ছুটি পাওয়া যাবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি পালন করা হবে। তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত, কিংবা সরকার কর্তৃক অত্যাবশ্যক ঘোষিত, সেসব প্রতিষ্ঠানে জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব নিয়মে ছুটি নির্ধারণ করবে।
আরও পড়ুন: বৈষম্যের শিকার সেনা অফিসারদের আবেদন জমার নির্দেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার দীর্ঘ ছুটি থাকবে। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে। এর মধ্যে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা বাড়তি দুই দিনের ছুটিও পাবে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারিত হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি