বৈষম্যের শিকার সেনা অফিসারদের আবেদন জমার নির্দেশ

ফাইল ছবি
২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৫ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যের শিকার অফিসারদের মূল আবেদনপত্র আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব আবেদন প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: ২ মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ
আইএসপিআর আরও জানায়, আবেদনকারীদের মূল কপি নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পাঠাতে হবে। বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগ সংশ্লিষ্ট কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বৈষম্যের শিকার হয়ে চাকরিচ্যুত প্রায় ৪০০ সদস্য পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন। তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছিলেন।
চাকরিচ্যুত কর্মকর্তারা অভিযোগ করেন, তাদের অন্যায়ভাবে ১৮৫৭ সালের ব্রিটিশ আমলের আইনের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়েছে। এ কারণে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি