News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হলো ৩০ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হলো ৩০ বাংলাদেশিকে

ছবি: সংগৃহীত

উন্নত জীবনের খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে স্বপ্ন পূরণে ব্যর্থ ৩০ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আগমন ঘটে। এদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ায় এই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এ পর্যন্ত তিন ধাপে মোট ১৮৭ জন প্রবাসী দেশে ফিরেছেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন: গোয়েন লুইস

যাত্রাপথে তারা নীরব ছিলেন এবং গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলো উন্নত জীবনের খোঁজে বিদেশে গমনের কঠিন বাস্তবতা তুলে ধরে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়