News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন: গোয়েন লুইস

ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন: গোয়েন লুইস

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার প্রশংসা করেন লুইস।

তিনি বলেন, “জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পক্ষে। এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাক্ষাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি, সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে সহযোগিতার উপায় খুঁজে দেখা হয়।

আরও পড়ুন: নির্বাচনে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না: ইসি মাছউদ

এসময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভা এবং মাসের শেষে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। লুইস বাংলাদেশের সংস্কার ও উন্নয়ন প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অটল সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়