News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ২৮ আগস্ট ২০২৫

ডিআরইউতে উত্তেজনা, পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী

ডিআরইউতে উত্তেজনা, পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী

ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, জনতার উত্তেজনা এড়াতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিন সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘মঞ্চ ৭১’। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি উপস্থিত হননি। 

অনুষ্ঠানে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকীসহ অন্যদের অবরুদ্ধ করে রাখেন। তারা তাদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: ৩০০ আসনের সীমানা চূড়ান্ত, ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ

উত্তেজনা বৃদ্ধি পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করে। 

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, জনতার উত্তেজনা এড়াতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ‘মঞ্চ ৭১’। এতে বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিরা যুক্ত। 

সমন্বয় করছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের কথা জানানো হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে পুলিশ কোনো তথ্য জানায়নি। ঘটনার পর ডিআরইউতে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়