News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:২২, ২ সেপ্টেম্বর ২০২৫

রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপির সেই কমিশনারকে প্রত্যাহার

রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপির সেই কমিশনারকে প্রত্যাহার

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে যোগ দিতে হবে।

সম্প্রতি কমিশনারের যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

উল্লেখ্য, ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি না পেয়ে তিনি বাধ্যতামূলক অবসরে যান। তবে সরকারের পতনের পর পুনরায় চাকরিতে ফিরে এসে ডিআইজি পদে পদোন্নতি পান এবং পরবর্তীতে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়