News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ৩১ আগস্ট ২০২৫

সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ফাইল ছবি

দেশের সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও একটি হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে কমিশনের।

রবিবার (৩১ আগস্ট) এই ভোটার তালিকা প্রকাশ করে হবে বলে নিশ্চিত করেছেন ইসি কর্মকর্তা। 

কমিশন সূত্রে জানা গেছে, সম্পূরক খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এর মধ্যে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। একই সঙ্গে পূর্বের তালিকা থেকে মৃত ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম কর্তন করা হয়েছে।

আরও পড়ুন: এবারকার জাতীয় নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

ইসি সচিব মো. আখতার আহমেদ বলেন, এ হালনাগাদ তালিকায় দেশের প্রকৃত ভোটার সংখ্যা আরও নির্ভুল ও আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে। এতে নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, দেশের সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। অর্থাৎ নতুন সম্পূরক তালিকায় ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কমিশন আশা করছে, এই হালনাগাদ তালিকা নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করবে, এবং ভোটাররা তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়