শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর: আইএসপিআর
ফাইল ছবি
রাজধানীর কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতির ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টার দিকে কাকরাইল এলাকায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে সহিংসতা বেড়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালানো হয় এবং কয়েকজন সদস্য আহত হন।
এতে আরও জানানো হয়, শুরুতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে সংগঠিতভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়। রাত ৯টার দিকে মশাল মিছিল বের করা হয়, ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়। এতে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনদুর্ভোগ চরমে ওঠে।
আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী শাদির খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সেনাবাহিনীও এ অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








