News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৭, ২ অক্টোবর ২০২৫

ফ্লোটিলার ৪৪টির মধ্যে ৪৩ নৌযান আটক করল ইসরায়েল

ফ্লোটিলার ৪৪টির মধ্যে ৪৩ নৌযান আটক করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

গাজামুখী ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব নৌযান আটক করেছে ইসরায়েলি সেনারা। বহরে মোট ৪৪টি নৌযান ছিল, যেখানে বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী ছিলেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।” তারা আরও জানায়, আটক যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং পরে ইউরোপে ফেরত পাঠানো হবে।

তবে একটি নৌযান এখনও আটক হয়নি। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটক করা হবে।

ফ্লোটিলা ট্র্যাকারের তথ্যমতে, ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টি ইতোমধ্যে ইসরায়েল নিয়ন্ত্রণে নিয়েছে। বুধবার রাতে কয়েকটি নৌযান আটক করার পর আজ বৃহস্পতিবার বাকিগুলো আটক করা হয়। আটক যাত্রীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ।

আরও পড়ুন: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটককে ‘সমুদ্র দস্যুতা’ বললেন এরদোগান

রয়টার্স জানায়, আটক জাহাজগুলো ইতোমধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছেছে, যা অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। আটক ব্যক্তিদের শিগগিরই বিমানে করে ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এই বৈশ্বিক মানবিক উদ্যোগে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মীরা। সূত্র: সিএনএন

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়