সৌদিতে বিলাসিতার নতুন প্রতীক ট্রাম্প প্লাজা

ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় নির্মাণ করা হচ্ছে এক বিলিয়ন ডলারের ট্রাম্প প্লাজা। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসা ট্রাম্প অর্গানাইজেশন–এর সম্প্রসারণের অংশ হিসেবে বাস্তবায়ন করবে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক বিলাসবহুল রিয়েল এস্টেট ডেভেলপার ডার গ্লোবাল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এক ঘোষণায় এ সহযোগিতার খবর নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রিয়াদের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেদ্দার কিং আবদুল আজিজ রোডে গড়ে উঠবে এই মিশ্রধর্মী প্রকল্প। এতে থাকবে প্রিমিয়াম রেসিডেন্স, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, গ্রেড-এ অফিস স্পেস এবং এক্সক্লুসিভ টাউনহাউস।
প্রকল্পের কেন্দ্রে থাকবে ম্যানহাটনের সেন্ট্রাল পার্ক দ্বারা অনুপ্রাণিত সবুজায়ন, যা লোহিত সাগরের এই শহরে আধুনিক নগর জীবনের প্রাণচাঞ্চল্য যোগ করবে।
আরও পড়ুন: পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অংশ নিতে আগ্রহী ইরান
ডার গ্লোবালের প্রধান নির্বাহী জিয়াদ এল চার বলেন, বাসস্থান, সার্ভিসড অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেসকে সেন্ট্রাল পার্ক অনুপ্রাণিত পরিবেশের সঙ্গে একত্রিত করে আমরা এমন একটি জীবনযাত্রার গন্তব্য তৈরি করছি, যা ম্যানহাটনের প্রাণশক্তি এবং জেদ্দার সাংস্কৃতিক ও বাণিজ্যিক গুরুত্ব—দুটোকেই প্রতিফলিত করবে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে সৌদিতে চালু হয় প্রথম ট্রাম্প টাওয়ার জেদ্দা। নতুন ট্রাম্প প্লাজা প্রকল্পকে দেশটিতে কোম্পানির সম্প্রসারণের আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প বলেন, সৌদি আরবে আমাদের উপস্থিতি বাড়াতে পেরে আমরা সম্মানিত। আমরা এমন এক গন্তব্য তৈরি করছি, যা রাজ্যের মর্যাদা ও উদ্ভাবনের নতুন মানদণ্ড স্থাপন করবে।
প্রকল্পটির মাধ্যমে জেদ্দা নগর জীবনে নতুন রূপ আনা এবং এক স্থানে বসবাস, কাজ ও সামাজিকতা–এর সুযোগ তৈরি করার আশা করা হচ্ছে। এছাড়া এটি শহরটিকে প্রিমিয়াম লাইফস্টাইল ও আন্তর্জাতিক বিনিয়োগের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করবে এবং সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নিউজবাংলাদেশ.কম/পলি