মানববোমা হুমকি: মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট

ছবি: সংগৃহীত
ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ার পর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে একটি হোয়াটসঅ্যাপ বার্তা আসে।
বার্তায় দাবি করা হয়, শহরের বিভিন্ন স্থানে ৩৪টি গাড়িতে মানববোমা বসানো হয়েছে, যার মধ্যে মোট ৪০০ কেজি আরডিএক্স রয়েছে। এই বিস্ফোরণ গোটা শহরকে কাঁপিয়ে দেবে বলে হুমকি দেওয়া হয়েছে। হুমকির উৎস হিসেবে ‘লস্কর-ই-জিহাদি’ নামক একটি সংগঠনকে দায়ী করা হয়েছে।
হুমকি বার্তায় বলা হয়েছে, ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে এবং তারা এই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে। এই বিস্ফোরণগুলোর মাধ্যমে প্রায় এক কোটি মানুষের প্রাণহানি ঘটানোর আশঙ্কা প্রকাশ করা হয়।
এছাড়া, বার্তায় উল্লেখ করা হয়েছে যে বিস্ফোরণের জন্য ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে।
আরও পড়ুন: আফগানিস্তানে আবারও ভূমিকম্প
হুমকির পর মুম্বাই পুলিশ শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে গণেশ চতুর্থী উৎসবের বিসর্জন পর্বের সময় এই হুমকি আসায় পুলিশ আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা হুমকির উৎস অনুসন্ধান করছে এবং শহরবাসীকে কোনও সন্দেহজনক ঘটনা দেখলে তা দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করেছে।
এটি প্রথমবার নয়, এর আগেও মহারাষ্ট্রে ভুয়া বোমা হুমকির ঘটনা ঘটেছে। যেমন, সোমবার থানে জেলার কালওয়া রেলস্টেশনে বোমা পুঁতে রাখার দাবি করে ফোন করেছিলেন ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে, মুম্বাই পুলিশ এই হুমকির সত্যতা যাচাই করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি