News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শিবা জেলার কাছে ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

এর আগে কুনার ও নানগারহারে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬৪০ জন। কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

আরও পড়ুন: ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত শেষ হয়ে আসছে। ফলে বেঁচে যাওয়া মানুষদের জন্য ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার ৬ মাত্রার ভূমিকম্প এবং মঙ্গলবার ৫.৫ মাত্রার ভূমিকম্পের পর বৃহস্পতিবার আবারও এই ভূমিকম্প আঘাত হানল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়