News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ২৮ আগস্ট ২০২৫

গাজায় তীব্র খাদ্য সংকট, অপুষ্টিতে আরও ১০ জনের মৃত্যু

গাজায় তীব্র খাদ্য সংকট, অপুষ্টিতে আরও ১০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ও চলমান হামলার কারণে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। 

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা সিটিসহ উত্তর-মধ্য গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হয়েছে, এবং সেপ্টেম্বরের শেষে এটি দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে প্রায় ৫ লাখ ১৪ হাজার মানুষ দুর্ভিক্ষের কবলে রয়েছে, যা সেপ্টেম্বরের শেষে ৬ লাখ ৪০ হাজারে পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১৯ জনই শিশু।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া জানিয়েছেন, গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষ মানবসৃষ্ট বিপর্যয়।

আরও পড়ুন: গাজা ইস্যুতে হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প-ব্লেয়ার

তিনি বলেন, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়; এটি যুদ্ধের কারণে সৃষ্ট মৃত্যু, ধ্বংস ও বাস্তুচ্যুতির পরিণতি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও গাজার দুর্ভিক্ষকে ইচ্ছাকৃতভাবে সৃষ্ট মানবসৃষ্ট বিপর্যয় হিসেবে অভিহিত করেছে এবং তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ইসরায়েল এই প্রতিবেদন প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসির প্রতি আহ্বান জানিয়েছে, দাবি করে যে প্রতিবেদনটি ত্রুটিপূর্ণ ও অপেশাদার। তবে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য রাষ্ট্র গাজার দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছে এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ প্রয়োজন। যদি মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত না থাকে, তবে শিশুদের অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়