News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৮ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, দুই শিশুসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, দুই শিশুসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় দুই শিশু শিক্ষার্থীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও প্রায় ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন, যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) সকালে মিনিয়াপলিসের দক্ষিণ অংশে অবস্থিত অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুলটিতে এই হামলা ঘটে। গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার মাত্র দুই দিন পর এই মর্মান্তিক ঘটনা ঘটল। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শিশুরা যখন সকালের পিটি (শারীরিক শিক্ষা) বা প্রার্থনার জন্য জড়ো হয়েছিল, ঠিক তখনই হামলাকারী আধা-স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে গুলি চালাতে শুরু করে।

হামলাকারী একজন ২০ বছর বয়সী পুরুষ, যিনি কালো পোশাক পরে একাই এই হামলা চালান। 

পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি এবং ঘটনাস্থলে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

মিনিয়াপলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা নিশ্চিত করেছেন যে, হামলায় নিহত দুই শিশুর বয়স যথাক্রমে ৮ এবং ১০ বছর। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে খবরটি জানানো হয়েছে। আহত ২০ জনের মধ্যে বেশিরভাগই শিশু, যাদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। 

স্থানীয় হেন্নেপিন হেলথকেয়ারের জরুরি মেডিসিন বিভাগের চেয়ার থমাস ওয়ায়াট জানিয়েছেন, গুরুতর আহত সাত শিশুকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে চারজনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছে। তবে বর্তমানে সবাই জীবিত আছেন।

আরও পড়ুন: গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা ট্রাম্পের

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, হামলাকারী নিজেও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

এর আগে কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছিল, হামলাকারী নিজে আত্মহত্যা করেছেন। 

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশের গুলিতেই হামলাকারী প্রাণ হারান।

এই হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ শোক প্রকাশ করেছেন। 

প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, মিনিয়াপলিসে ঘটে যাওয়া দুঃখজনক গুলির ঘটনা সম্পর্কে আমাকে সম্পূর্ণভাবে অবহিত করা হয়েছে। এফবিআই দ্রুত সাড়া দিয়েছে এবং তারা সক্রিয় রয়েছে। 

তিনি আরও বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে জড়িত সকলের জন্য প্রার্থনায় আমাদের সঙ্গে যোগ দিন।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এক্সে লিখেছেন, তিনি অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ব্রিফিং পেয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। 

তিনি বলেন, আমি আমাদের শিশু এবং শিক্ষকদের জন্য প্রার্থনা করছি, যাদের স্কুলের প্রথম সপ্তাহটি এই ভয়ংকর সহিংসতার ঘটনায় ছিন্নভিন্ন হয়ে গেছে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমও এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

তিনি বলেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই হামলার পর উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত স্কুলে ছুটে আসেন এবং পুলিশি নিরাপত্তার মধ্যে তাদের সন্তানদের বের করে নিয়ে যান। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়