News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৪, ২৫ আগস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৫১

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৫১

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর আক্রমণে আরও ৫১ জন নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৪ জন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে, যার মধ্যে ১১৫ জন শিশু।

এদিকে, ইসরায়েলি বাহিনী ৬ আগস্ট থেকে চালানো অভিযানে গাজার জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের দাবি, হামলায় শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না।

সংস্থাটি জানায়, হাসপাতালে চাপ বেড়ে গেছে, চিকিৎসকরা আহতদের সামলাতে হিমশিম খাচ্ছেন। গাজায় কোথাও নিরাপদ এলাকা নেই—উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বেসামরিক মানুষ, ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবিরও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

আরও পড়ুন: নতুন ২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

গাজা শহর দখলে নিতে ইসরায়েলি ট্যাংক সাবরা এলাকায় প্রবেশ করেছে। এতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটি ক্রমেই দুর্ভিক্ষ ও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়