News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ২৪ আগস্ট ২০২৫

নতুন ২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন ২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এ সময় উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি তদারকি করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

রবিবার (২৪ আগস্ট) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শনিবারের পরীক্ষায় দুটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে। তবে এতে কোনো প্রযুক্তিগত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কেবল বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি বিশেষ প্রযুক্তির ভিত্তিতে তৈরি এবং বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর। কোথায় পরীক্ষা চালানো হয়েছে সে তথ্যও প্রকাশ করা হয়নি।

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ছুটে যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যায়, কিম জং উন সামরিক কর্মকর্তাদের ব্রিফিং শুনছেন, পাশে রাখা দূরবীন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, যা আগামী দলীয় বৈঠকের আগে শেষ করতে হবে।

এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এ সপ্তাহের শুরুতে সীমান্ত অতিক্রম করা কয়েকজন উত্তর কোরীয় সেনাকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। জাতিসংঘ কমান্ড জানায়, মঙ্গলবার প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা সীমান্ত অতিক্রম করেছিল।

আরও পড়ুন: শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি বিক্রমাসিংহ আইসিইউতে ভর্তি

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেনা লেফটেন্যান্ট জেনারেল কো জং চোলের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, এ ঘটনাটি পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়