News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১৮ জুলাই ২০২৫

ভারতে বজ্রাঘাতে একদিনে ১৯ জনের মৃত্যু

ভারতে বজ্রাঘাতে একদিনে ১৯ জনের মৃত্যু

প্রতীকী ছবি

ভারতের বিহার রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রাঘাতে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) মুখ্যমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১৮ জুলাই)  এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রাঘাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নালন্দা জেলায়, যেখানে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এরপর বৈশালীতে চারজন, বাঁকা ও পাটনা জেলায় দুজন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে মারা গেছেন।

আরও পড়ুন: ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৪ ফিলিস্তিনির মৃত্যু

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি নিহতদের পরিবারপ্রতি চার লাখ রুপি করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে রাজ্যবাসীকে খারাপ আবহাওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়