News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ২ মে ২০২৫

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোইয়ের পদত্যাগ

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোইয়ের পদত্যাগ

চোই সাং-মক। সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয় তা গ্রহণ করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, “চোইয়ের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।”

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চোইয়ের মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল, কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু ওই সময় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন। ধারণা করা হচ্ছিল, আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হান এই পদক্ষেপ নিয়েছেন।

তবে চোই জানান, দেশি-বিদেশি অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, 'এই গুরুতর পরিস্থিতিতে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। আমি দুঃখিত যে, আমাকে পদত্যাগ করতে হচ্ছে।'

আরও পড়ুন: ২৬ বাংলাদেশির অভিযোগ শুনলেন ফিজির প্রধানমন্ত্রী

এ সময় বিরোধীদলীয় এমপিরা চোইয়ের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। তবে চোই পদত্যাগ করায় জাতীয় সংসদের স্পিকার উ উন-শিক জানান, অভিশংসন ভোট স্থগিত করা হয়েছে।

চোইয়ের পদত্যাগ দক্ষিণ কোরিয়ায় চলমান রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল সামরিক আইন জারির চেষ্টা করেছিলেন, যা ব্যর্থ হয়।

এখন হান ডাক-সুর পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী লি জু-হো। তিনিই আগামী ৩ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের তদারকি করবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়