News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ৬ এপ্রিল ২০২৫

ভারতের ভয়াবহ বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি 

ভারতের ভয়াবহ বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি 

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে পর্যটকবাহী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন বলে জানা গেছে। 

রবিবার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি। 

আরও পড়ুন: গাজায় চিকিৎসাকর্মীদের হত্যায় ভুল স্বীকার করলো ইসরায়েল

দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছে তারা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে। 

সূত্র: ওড়িশা টিভি

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়