News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৭, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ২১:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

কবর দেয়ার পরও বেঁচে উঠলেন ‘খুন হওয়া’ নারী!

কবর দেয়ার পরও বেঁচে উঠলেন ‘খুন হওয়া’ নারী!

ভাই ও চাচার হাতে খুন হওয়া মিশরীয় এক নারী কবর দেয়ার পরও বেঁচে গেছেন! আর বেঁচে ওঠার পর কবর থেকে হেঁটে সোজা গিয়েছেন পুলিশের কাছে।  

এরপর তাকে খুনের চেষ্টা চালানোর অভিযোগে তার ভাই ও চাচাকে পুলিশ গ্রেপ্তারও করে। কিন্তু পরে সেই নারী আদালতে গিয়ে মামলা তুলে নেন। তিনি আদালতে বলেন, “আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম।”

যদিও পুলিশ ওই নারীর অভিযোগে দুজন প্রত্যক্ষদর্শীকেও গ্রেপ্তার করেছিলো, যারা স্বীকার করেছিলো যে ওই ভাই ও চাচাকে তারা মিনা টাউনের কবরস্থানের কাছে অচেতন অবস্থায় ৩০ বছর বয়সী এক নারীদেহকে বয়ে নিতে দেখেছিলো।

পুলিশ জানায়, ভাই ও চাচা তাকে শ্বাসরোধ করে খুনের পর কবরস্থানে কবর দিলেও ওই নারী এ ঘটনায় অচেতন হয়েছিলো মাত্র। কিন্তু তার ভাই ও চাচা ভেবেছিলো ওই নারী মারা গেছেন।

যদিও আদালতে দেয়া জবানবন্দীতে ওই নারী খুনের চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করায় আদালত তাদেরকে মুক্তি দিয়ে দেয়। ওই নারী আদালতে বলেন, “আমিই আত্মহত্যার চেষ্টা করেছিলাম। এ বিষয়ে আমার ভাই ও চাচা জড়িত নয়।”

যদিও স্থানীয় পত্রিকায় এ বিষয়ে বলা হয়েছে, পরিবারের চাপেই ওই নারী অভিযোগ তুলে নিয়েছেন। ওই নারী বিধবা হওয়ার পরও আরেক লোকের প্রেমে পড়েছে এ বিষয়টি জানতে পেরেই তার ভাই ও চাচা তাকে হত্যার চেষ্টা চালায়।

নিউজবাংলাদেশ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়