বিশ্ব গন্ডার দিবস আজ

ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) পালিত হচ্ছে বিশ্ব গন্ডার দিবস। গন্ডার সংরক্ষণ, পাচার রোধ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) দিনটি ঘোষণা করে। এরপর থেকে ২০১১ সাল থেকে প্রতি বছর দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।
গন্ডার পৃথিবীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রাণী হলেও পাচার, বন ধ্বংস ও প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে বিলুপ্তির মুখে পড়েছে। বর্তমানে আফ্রিকার সাদা ও কালো গন্ডার এবং এশিয়ার একশৃঙ্গ, জাভা ও সুমাত্রা মিলিয়ে মাত্র পাঁচ প্রজাতির গন্ডার টিকে আছে।
এ দিনটিতে বিশ্বের বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক, সচেতনতামূলক কর্মসূচি, চিত্র প্রদর্শনী ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে গন্ডার সংরক্ষণের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: জিভে জল আনে মজাদার নারীকেল-হাঁসের মাংস
বিশেষজ্ঞদের মতে, গন্ডার শুধু একটি প্রাণী নয়, বরং জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই গন্ডার সংরক্ষণ মানেই প্রকৃতি রক্ষা।
নিউজবাংলাদেশ.কম/এসবি