বিশ্ব গন্ডার দিবস আজ
						গন্ডার পৃথিবীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রাণী হলেও পাচার, বন ধ্বংস ও প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে বিলুপ্তির মুখে পড়েছে। বর্তমানে আফ্রিকার সাদা ও কালো গন্ডার এবং এশিয়ার একশৃঙ্গ, জাভা ও সুমাত্রা মিলিয়ে মাত্র পাঁচ প্রজাতির গন্ডার টিকে আছে।