News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:২২, ১ ফেব্রুয়ারি ২০২০

বিদ্যুৎ উৎপাদনে চেক প্রজাতন্ত্রের সহায়তা চায় এফবিসিসিআই

বিদ্যুৎ উৎপাদনে চেক প্রজাতন্ত্রের সহায়তা চায় এফবিসিসিআই

ঢাকা: ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যু উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে চেক প্রজাতন্ত্রের কয়লা ও পারমানবিক বিদ্যুৎ উৎপাদনে সহায়তা চেয়েছেন দেশের ব্যবসায়ীরা। বুধবার মতিঝিল ফেডারেশন ভবনে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মাইলোস্লাভ ষ্টেসেকের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স রাষ্ট্রদূত অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলীসহ দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, “বাংলাদেশ-চেক প্রজাতন্ত্রের মধ্যে ১৯৯৩ সাল থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ রয়েছে। দেশের শিল্প অবকাঠামো উন্নয়নে চেক প্রজাতন্ত্রের প্রযুক্তিগত সহায়তা পাব বলে আশা করছি।”

এসময় দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চেক প্রজাতন্ত্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন কাজী আকরাম।

২১ এপ্রিল থেকে ১৪ সদস্যের বাণিজ্যিক মিশনের এক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিনিধি দলটি বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানী খাতের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখবেন।

রাষ্ট্রদূত মাইলোস্লাভ বলেন, “বাংলাদেশের সঙ্গে চেক প্রজাতন্ত্রের সম্পর্ক দীর্ঘ দিনের। এ সম্পর্ক আরো গভীর করতে ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় এসেছে। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের অগ্রযাত্রা অব্যহত থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়