News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৭, ১৮ জানুয়ারি ২০২০

বাসের ধাক্কায় ১ দিনমজুরের মৃত্যু

বাসের ধাক্কায় ১ দিনমজুরের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে বাসের ধাক্কায় আশরাফুল ইসলাম (৪৫) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মতিহার থানার কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন,“দিনমুজুর আশরাফুলের বাড়ি কাপাশিয়া এলাকায়। শ্যামপুর এলাকায় কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। পাশে রাস্তা থেকে সাইকেল নিয়ে মহাসড়কে ওঠার পর পরই ঢাকাগামী কেয়া পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে।”
 
এতে আশরাফুল রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়