সাভারে স্ত্রী হত্যায় স্বামী আটক
সাভার: সাভারে এক সরকারি কর্মকর্তা তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহতের নাম বৃষ্টি রানী (৩০)। তিনি তাঁর স্বামী সাভার আয়কর অফিসের কর্মকর্তা মঙ্গল চন্দ্র দাসের সাথে ভাড়া বাড়িতে থাকতেন।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার রাসেল চৌধুরীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিয়ের পর থেকেই বৃষ্টি রানীর সাথে তার স্বামীর ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শুক্রবার সকালে পাষন্ড স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর কক্ষের দরজা বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তারা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং মঙ্গল চন্দ্র দাসকে আটক করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








