যুবলীগ নেতা মনু হত্যা মামলার আসামি গ্রেফতার
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মনু মিয়া হত্যা মামলার আসামি লিটন কেরানীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
লিটন একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে ও স্থানীয় চেয়ারম্যান সহিদ উল্যা বিএসসির ভাতিজা।
হায়দরগঞ্জ ফাঁড়ির এসআই মহিন উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে লিটনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।”
উল্লেখ্য, ১২ মার্চ দুপুরে হায়দরগঞ্জ বাজারে আওয়ামী লীগের দুই গ্রূপের সংঘর্ষে যুবলীগ নেতা মনু মিয়া আহত হন। পরে ১৬ মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা মনু মিয়া।
নিহত মনু মিয়া উত্তরচর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাগিনা নাদিম বাদী হয়ে লিটনসহ ১০ জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








