নবাবগঞ্জে শক্তিশালী বোমা বিস্ফোরণে একজন নিহত
দিনাজপুর: নবাবগঞ্জে পরিত্যক্ত শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে মনি নামের এক মুদি-দোকানি নিহত হয়েছেন। মনি উপজেলার আখিরা গ্রামের আফির উদ্দিনের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা নিউজবাংলাদেশকে জানায়, আজ বৃহস্পতিবার মনি বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আখিরা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। নিজের মুদি দোকানের সামনে গিয়ে তিনি একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন।
সূত্র আরো জানায়, এসময় কৌতূহলী হয়ে তিনি প্যাকেটটি হাতে তুলে নেন। তিনি জানতেন না প্যাকেটটির মধ্যে বোমা রয়েছে। হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটে তার।
পুলিশ নিউজবাংলাদেশকে জানায়, বোমাটি মনি দুপুরে পেয়েছিল। বিকেলে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ ঘটে।
নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম নিউজবাংলাদেশকে জানান, পুরো ঘটনা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, যে বোমাটি বিস্ফোরিত হয়েছে তা শক্তিশালী বোমা।
ফুলবাড়ী সার্কেল এএসপি আবু তারেক নিউজবাংলাদেশকে বলেন, ঘটনাস্থলে কিছু টেপ ও স্লিন্টার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, একটি ককটেল জাতীয় কিছু হবে এটি। নমুনা সংগ্রহ করার জন্য পুলিশ সদস্যদেরকে বলা হয়েছে।
তিনি আরো বলেন, নিহত মনি দুপুরে বাড়িতে যাওয়ার আগেই বোমাটি পেয়েছিল। বিকেলে বোমাটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
নিউজবাংলাদেম.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








