স্বাধীনতা দিবসে শিক্ষার্থী অপহরণ, ১ ঘণ্টা পর উদ্ধার
ঝিনাইদহ: ঝিনাইদহের হাটগোপালপুর বাজার থেকে অপহরণের এক ঘণ্টা পর অপহৃত ৫ স্কুল শিক্ষার্থীকে মাগুরা জেলার ইছাখাদা নামক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন, সুমাইয়া, মুন্নী খাতুন, আরিফ, হৃদয় ও রুমী খাতুন। তারা সকলেই হাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক শামসুজ্জোহা জানান, “জেলার সদর উপজেলার হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বের হচ্ছিল সুমাইয়া, মুন্নী খাতুন, আরিফ, হৃদয় ও রুমী খাতুন। এসময় স্কুলের গেটে দাড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে থাকা কয়েক জন যুবক তাদের নানা প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে মাগুরার দিকে চলে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাসী শুরু করে। এসময় ঝিনাইদহ-মাগুরা সড়কের মাগুরা জেলার ইছাখাদা নামক স্থানে অপহরণকারীরা তাদেরকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে ৫ শিক্ষার্থীকে উদ্ধার করে।”
তিনি আরো জানান, “কারা, কেন এ অপহরণের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








