ব্যক্তি উদ্যোগে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট চালু
নওগাঁ: দেশের প্রত্যন্ত অঞ্চলে এই প্রথম ব্যক্তি উদ্যোগে উপজেলা পর্যায়ে নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলা সদরে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাণীনগর ও আত্রাই রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন স্থানীয় এমপি মো. ইসরাফিল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাণীনগর উপজেলা আওয়ামী লীগে সভাপতি শহীদুল্লাহ মিয়া, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, হাসানুজ্জামান হাসান, ফরিদা পারভীন, আসাদ্দুজ্জামান পিন্টু, রাণীনগর মহিলা কলেজের উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এলাকায় এ ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে রাণীনগর ও আত্রাই উপজেলার পতিসর, আবাদপুকুর, বান্দাইখাড়াসহ গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হবে।”
তিনি আরও বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলে এই প্রথম ব্যক্তি উদ্যোগে উপজেলা পর্যায়ে নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলা সদরে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। দেশের এই প্রথম উপজেলা পর্যায়ে ওয়াইফাই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হলো। ওয়াইফাই ডিভাইস দুটির একটি রাণীনগর রেলস্টেশন ও অন্যটি আত্রাই রেলস্টেশনে স্থাপন করে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয়। এর আওতায় পাঁচশ মিটার এলাকার মধ্যে ইন্টারনেট গ্রাহকরা এর সুবিধা ভোগ করবে। এতে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও আউটসোর্সিং কাজে নিয়োজিত ব্যক্তিরা সরাসরি উপকৃত হবেন।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








