News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৫

আদাবরে সন্ত্রাসী হামলায় পুলিশসহ আহত ৩, আটক শতাধিক

আদাবরে সন্ত্রাসী হামলায় পুলিশসহ আহত ৩, আটক শতাধিক

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে এক যুবককে জিম্মি করে রাখার ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। 

এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, পলাশ নামের এক যুবক তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় একদল সন্ত্রাসী তাকে জিম্মি করে ফেলে। পরে তারা মোবাইল ফোনে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পলাশের পরিবার বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

আরও পড়ুন: নীলফামারী ইপিজেডে আইনশৃঙ্খলাবাহিনী-শ্রমিক সংঘর্ষ, নিহত ১, আহত ৮

এসময় সন্ত্রাসীরা পুলিশ সদস্য আল আমিনসহ তিনজনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। আহতদের প্রথমে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সদস্য আল আমিন বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন একশ’রও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, সোমবার রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায়। তখন গাড়ির চালক পুলিশ কনস্টেবল আল আমিন গাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ এক পক্ষের লোকজন এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। তার হাতে গুরুতর কোপ লাগে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়