ছুরিকাঘাত করে ২ ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
ঢাকা: রাজধানীর বিজয় সরণী ও যাত্রাবাড়ী এলাকায় দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
শুক্রবার গভীর রাতে পৃথক এসব ঘটনা ঘটে।
বিজয় সরণীতে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম রিপন গাজী (২৮)। তিনি কাচামালের আড়ৎদার। তার পিতার নাম আবদুর রশিদ গাজী। ১০ নম্বর সেনপাড়া পর্বতায় আল হেলাল হাসপাতালের পেছনের তাদের বাসা।
রিপন গাজী জানান, শুক্রবার রাত পৌনে একটার দিকে তিনি তার ভাই শাহাদাতসহ পিকাপভ্যানে করে কাওরান বাজার যাওয়ার সময় বিজয় সরণীতে তেজগাঁও থানার অদূরে পৌঁছলে যাত্রীবেশী চারজন ছিনতাইকারী তাদের মারধর করে। এসময় রিপনের ডান হাতে ছুরিকাঘাত করা হয়। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে একলাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
আহত রিপনকে প্রথমে মিরপুরের আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী এলাকার আহত ব্যবসায়ীর নাম কামাল হোসেন (৩৫)। তিনি একজন ঝুট ব্যবসায়ী। তার বাসা যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ীর তিন নম্বর রোডের ১৯ নম্বর বাড়িতে।
কামাল জানান, শুক্রবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস থেকে রিকশায় বাসায় ফেরার পথে কিছুদূর যেতেই তিন-চার জন ছিনতাইকারী গতিরোধ করে তাকে মারধর এবং হাতে ও পেটে ছুরিকাঘাত করে। তার কাছ থেকে ৪৬ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে শনিবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/ডিএমসি/এফএ
নিউজবাংলাদেশ.কম








