চিকিৎসা করাতে এসে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
ঢাকা: চিকিৎসার জন্য ঢাকা এসেছিলেন আয়েশা আক্তার(৬০)। বাস থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে আসা অপর একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়ারী থানার টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ওয়ারী থানার এএসআই কে এম এনায়েত আশংকাজনক অবস্থায় আয়েশাকে উদ্বার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে রাত পৌনে ৮টার দিকে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়েশা আক্তার। তথ্যটি নিউজবাংলাদশ.কমকে নিশ্চিত করেন ওয়ারী থানার এএসআই কে এম এনায়েত।
আয়েশা আক্তার কুমিল্লা থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার স্বামীবাগে ৬৪/এ নম্বর বাসায় তার ভাতিজা কামরুজ্জামানের বাসার উদ্দেশ্যে আসেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘাতক বাস কেড়ে নিল তার প্রাণ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/একে
নিউজবাংলাদেশ.কম








