ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পাবনা: পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যাত্রীর (৪০) মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, “দুপুরের দিকে মহানন্দা এক্সপ্রেস নামের একটি ট্রেন ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময়ে এক ব্যক্তি হঠাৎ ট্রেন থেকে ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, “আসলে সে ট্রেন থেকে পড়ে গেছে, নাকি আত্মহত্যা করেছে বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যায়নি। খতিয়ে দেখা হচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








