গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল ও স্বাধীনতা কনসার্ট
ঢাকা: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গণজাগরণ মঞ্চের দু্ই দিনব্যাপী কর্মসূচি শেষ হল স্বাধীনতা কনসার্ট এর মধ্য দিয়ে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে পতাকা মিছিল বের করে গণজাগরণ কর্মীরা। মিছিলটি শাহবাগ থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।
সন্ধ্যার কিছু আগে শুরু হয় পূর্ব নির্ধারিত স্বাধীনতা কনসার্ট। দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, ওল্ড স্কুল, শহরতলী, আর্বোভাইরাস, মিনেরভা, পাওয়ারসার্জ এর মতো জনপ্রিয় ব্যান্ড দলগুলো একের পর এক গান গেয়ে মুগ্ধ করে রাখে দর্শকদের।
উল্লেখ্য, ২৫ মার্চ শোকাবহ কাল রাতের শহিদদের স্মরণে এবং ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপনে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল গণজাগরণ মঞ্চ।
এর মধ্যে গতকাল, ২৫ মার্চ কালরাত স্মরণে ‘বিচারহীনতার সংস্কৃতি, ‘মৌলবাদের উত্থান: আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত ‘আলোক প্রজ্জ্বলন’ করাসহ ‘মুক্তিশিখা’ ও ‘মুভিয়ানা ফিল্ম সোসাইটি’র উদ্যোগে ‘সেই রাতের কথা’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








