News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪১, ১৮ জানুয়ারি ২০২০

বজ্রপাতে কিশোরীর মৃত্যু

বজ্রপাতে কিশোরীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে শারমিন আক্তার (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে।

বুধবার রাতে উপজেলার চরআব্দুল্লা ইউনিয়নের তেলিরচর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত কিশোরী শারমিন ওই এলাকার মো. নাসিরের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, “রাত ১০টার দিকে ঝড়-হাওয়া শুরু হলে কৃষক কন্যা শারমিন বাড়ির সামনের বিল থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চর আব্দুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়