News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১০, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪১, ১৮ জানুয়ারি ২০২০

গাইবান্ধায় স্বাধীনতা দিবস পালিত

গাইবান্ধায় স্বাধীনতা দিবস পালিত

গাইবান্ধা: গাইবান্ধায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল-বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পৌরসভা একাদশ ও জেলা প্রশাসন একাদশের মধ্যে স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ও মহিলাদের ক্রীড়ানুষ্ঠান।

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এদিন আসাদুজ্জামান হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ‍উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক এহছানে এলাহীর, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম জুবেল প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়