News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৮ জানুয়ারি ২০২০

স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গাইলেও তারা স্বাধীন নয়

স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গাইলেও তারা স্বাধীন নয়

পঞ্চগড়: বাংলাদেশের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাইলেও আজও স্বাধীনতা পায়নি পঞ্চগড়েরর ছিটমহলবাসীরা। তাই স্বাধীনতা দিবসে ৩৬টি ছিটমহলবাসীর দাবি, ছিটমহল চুক্তির মাধ্যমে তাদের স্বাধীনতা দেয়া হোক।

আজ বৃহস্পতিবার দুপুরে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আয়োজনে ৫৯ নং পুঁঠিমারী ছিটমহলে স্বাধীনতা দিবস উদযাপনকালে তারা এ দাবি জানায়।

ছিটমহলবাসীরা এসময় আরো জানায়, ভারত বিভক্তির পর থেকেই ছিটমহলবাসীরা পরাধীন রয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ-ভারত এগোলেও আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি তাদের ওপর।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছিটমহল বিনিময়ে সম্মতি প্রকাশ করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছিটমহলবাসীরা। এসময় তারা দ্রুত ছিটমহল চুক্তি (ইন্দিরা-মুজিব) বাস্তবায়নের জোর দাবি জানায়।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার ৪৪ বছর পূর্তি ও জাতীয় দিবস উপলক্ষে পুুঁঠিমারী ছিটমহলে প্রতীকী স্মৃতিসৌধ নির্মাণ করে তাতে পুষ্পস্তবক অর্পণ করে পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

একই সাথে তারা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে সমস্বরে জাতীয় সঙ্গীত গায়। এরপর ছিটমহলের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় তাদের সঙ্গে ছিলেন, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড়-নীলফামারী জেলা শাখার সভাপতি মো. মফিজার রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও পুঁঠিমারী ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়