News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ১০ অক্টোবর ২০২৫

রাজধানীর বাজারে সবজির দাম লাগামহীন, চার পদেই ৩০০ টাকা খরচ

রাজধানীর বাজারে সবজির দাম লাগামহীন, চার পদেই ৩০০ টাকা খরচ

ছবি: সংগৃহীত

রাজধানীরবাজারে পেঁপে ছাড়া অন্যান্য সবজির কেজি প্রতি দাম ৮০–১০০ টাকার মধ্যে রয়েছে। চার পদের সবজি কিনতে ক্রেতাদের মোট খরচ হচ্ছে ৩২০ টাকা। 

ক্রেতারা অভিযোগ করছেন, বিভিন্ন কারণে বিক্রেতারা দাম লাগামহীনভাবে ধরে রেখেছেন। কোনো এক পণ্যের দাম কমলেও অন্যটির দাম বেড়ে যায়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মাছ-মুরগির বাজার হয়ে ওঠে বেশি ব্যয়বহুল। এই অস্থির বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হাতিরপুল, কাওরান বাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ কেজি প্রতি ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, গাজর ৮০–১২০ টাকা, শিম ১৬০ টাকা বিক্রি হচ্ছে। পটোল ও কাঁকরোল ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৬০ টাকা, শসা ৫০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, কচুমুখী ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা কেজি প্রতি।

বিক্রেতারা জানিয়েছেন, গ্রীষ্ম মৌসুমে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকে। তবে এক-দেড় মাসের মধ্যে শীতের সবজি বাজারে আসতে শুরু করবে, তখন দাম কমবে।

মাংসের বাজারে দামের তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে। গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, পাকিস্তানি সোনালি কক মুরগি ৩০০–৩৫০ টাকা বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙ্গাস ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, টেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা, পাবদা ৪৫০ টাকা কেজি প্রতি।

মসলার বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। কিসমিস ৮০০ টাকা, আলুবোখারা ৭০০ টাকা, এলাচ ৪৮০০–৫২০০ টাকা, লবঙ্গ ১৭০০–১৮০০ টাকা, জিরা ৭০০ টাকা, গোলমরিচ ১৭০০ টাকা কেজি প্রতি। দেশি আদা ১৩০ টাকা, চায়না আদা ১৫০ টাকা, দেশি রসুন ১০০ টাকা, দেশি পেঁয়াজ ৮০ টাকা, হাইব্রিড পেঁয়াজ ৭৫ টাকা।

চালের বাজার সামান্য পরিবর্তন হলেও স্থিতিশীল; মিনিকেট চাল কেজি প্রতি ৭৮–৮০ টাকা, পোলাও চাল ১২০ টাকা। ডালের দামও স্থিতিশীল; দেশি মসুর ডাল ১৫০ টাকা, মুগ ডাল ১৬০ টাকা, খেসারি ১০০ টাকা, বুট ডাল ১২০ টাকা কেজি প্রতি।

আরও পড়ুন: ভারতীয় চালের আমদানি বাড়ায় কমেছে দাম

টিসিবি তথ্য অনুযায়ী, খোলা সয়াবিন তেল লিটারে ২ টাকা বেড়ে ১৭২–১৮০ টাকা, দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৭০–৭৫ টাকা হয়েছে। রসুন ও আদার দাম স্থির রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়