পাল্টা শুল্ক কমায় বাড়বে রপ্তানির সুযোগ: বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। ফাইল ছবি
মার্কিন পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হওয়াকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেছেন, এতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
শুক্রবার (১ আগস্ট) এক লিখিত বক্তব্যে তিনি বলেন, "চীনের ওপর এখনও ৩০ শতাংশ পাল্টা শুল্ক রয়েছে। ধারণা করছি, তাদের শুল্কহার আমাদের চেয়ে কম হবে না। ফলে ক্রয়াদেশ চীন থেকে সরে বাংলাদেশের দিকে আসবে।"
তিনি জানান, প্রতিযোগী দেশ পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পাল্টা শুল্ক ১ শতাংশ বেশি হলেও ভারতের চেয়ে ৫ শতাংশ ও চীনের চেয়ে ১০ শতাংশ কম, যা আমাদের প্রতিযোগিতায় বাড়তি সুবিধা দেবে।
তবে ব্যবসায় এই সুবিধা কাজে লাগাতে জ্বালানি সরবরাহ, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।
তিনি সতর্ক করে বলেন, বাড়তি শুল্কের কারণে সাময়িকভাবে রপ্তানি কমতে পারে, কারণ মার্কিন ক্রেতাদের এখন বেশি মূল্য দিতে হবে। তাতে পণ্যের দাম বাড়লে বিক্রিও কমে যেতে পারে।
আরও পড়ুন: বেড়েছে সবজি, ডিম ও মুরগির দাম
বিজিএমইএ সভাপতি জানান, এই শুল্ক আমদানিকারক ও ক্রেতা প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। কোনো চাপের কারণে স্থানীয় সরবরাহকারীদের সেই বোঝা নেওয়া উচিত হবে না।
তিনি বলেন, "বাংলাদেশ যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। না হলে ভবিষ্যতে আবার জটিলতায় পড়তে হতে পারে।"
নিউজবাংলাদেশ.কম/এসবি