এশিয়ান কাবাডিতে ব্রোঞ্জ জয় করল বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত
ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা। একই সঙ্গে বাংলাদেশ ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে। বাংলাদেশ ৪২-২৭ পয়েন্টে হারায় থাইল্যান্ডকে।
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশ কোনও পদক জয় করেছে বলে ইরান থেকে জানিয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা। বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে আছেন তিনি।
থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পর মালেকা জানিয়েছেন, এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী
এদিকে, সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে হেরে যাওয়ায় ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ দল। ইরান ৪১-১৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশকে।
ফাইনাল ম্যাচে ইরান প্রতিপক্ষ থাকছে শক্তিশালী ভারতকে। নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি নেপাল। ভারত ৫৬-১৮ পয়েন্টে ম্যাচ জিতেছে। শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
নিউজবাংলাদেশ.কম/এসবি