২১০ কেজি ভার তুলে ইতিহাস গড়লেন মাবিয়া আক্তার

ছবি: সংগৃহীত
এসএ গেমসের স্বর্ণজয়ী তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত আবারও লিখলেন নতুন ইতিহাস। জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনি তুললেন সর্বোচ্চ ২১০ কেজি ভার, যা দেশের নারী ভারোত্তোলনে নতুন রেকর্ড।
বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৪১তম পুরুষ ও ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় মাবিয়া স্ন্যাচে তুলেছেন ৯২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি। দুই মিলে তার মোট ওজন দাঁড়ায় ২১০ কেজি। এর মাধ্যমে তিনি নিজের আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছান। এ অর্জনের জন্য তিনি পেয়েছেন সেরা নারী ভারোত্তোলক পুরস্কার।
রেকর্ড ভাঙার পর মাবিয়া বলেন, “আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ারের সেরা এবং বাংলাদেশেরও সেরা। এর আগে আমি স্ন্যাচে ৮৯ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি তুলেছিলাম। আজ সব মিলিয়ে পাঁচ কেজি বেড়েছে।”
বাংলাদেশে নারীদের ভারোত্তোলনে মাবিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই তিনি নিজেকেই প্রতিদ্বন্দ্বী মনে করেন। তার ভাষায়, “আমি প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চাই। এমন রেকর্ড গড়তে চাই যেন মানুষ অনেকদিন আমাকে মনে রাখে।”
আরও পড়ুন: অনুশীলনে চোট লিটনের, ভারত ম্যাচে শঙ্কায় বাংলাদেশ
চলতি বছরের শুরুতে মাবিয়া বিয়ে করেছেন সহ-ভারোত্তোলক প্রান্তকে। তবে বিয়ের পর পারফরম্যান্স কমার বদলে তিনি আরও উন্নতি করেছেন। এ প্রসঙ্গে মাবিয়া বলেন, “আমার স্বামীও একজন ভারোত্তোলক। তার ও পরিবারের সহায়তা পেয়েছি অনেক, এজন্যই এমন রেকর্ড ধরে রাখতে পারছি।”
বাংলাদেশের পুরুষ ভারোত্তোলনে এখনও শীর্ষ রেকর্ড সাবেক তারকা বিদ্যুতের দখলে। দুই যুগ আগে তিনি ৮০ কেজি শ্রেণিতে (স্ন্যাচে ১৭০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১২৭.৫ কেজি) মোট ২৯৭.৫ কেজি তুলেছিলেন। তার সেই রেকর্ড আজও অক্ষুণ্ণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি